Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

যদি কোনো বৈশাখে...

যদি কোনো বৈশাখে...
তোমাকে খুঁজেছি আমি অশোকের যুগ থেকে
স্নিগ্ধ সকালে প্রদোষ তিমিরে সমুদ্র গর্জনে
তোমাকে খুঁজেছি আমি বৈশাখের রৌদ্র দহনে
শীতের কুয়াশায় উৎসব-পার্বণে
দোয়েলের শিসে শাল-মহুয়ার বনে
বুদ্ধের ধ্যানে অশত্থের নিচে একান্ত নির্জনে
তোমাকে এঁকেছি আমি জলজ গ্রাফাইটে
বুকের দেয়ালে দেয়ালে...

মেয়ে তুমি কখনো
হওনি মনোযোগী আমার হৃদয়পাঠে
তুমি আছ বুঝি আজও অন্য খেয়ালে?
তবু থাকব আমি অনন্ত প্রতীক্ষায়-
ঢ্যাড়স আঙুলে যদি কখনো কোনো দিন
কড়া নাড়ো আমার বুকের প্রাচীন দরজায়
কোনো বৈশাখে নতুন কোনো বঙ্গ সালে!
 

কমেন্ট বক্স