Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বয়সের দোষ

বয়সের দোষ
ছেলেবেলার লাজুক ছেলে শোভন
বয়সের বৃদ্ধিতে পাল্টে গেছে মন।
হাফপ্যান্ট ছেড়ে এখন ফুলপ্যান্ট পরে
নিজে নিজে উঠে যায় রাতভোর হলে।

মুখমণ্ডল রাখে সদা ক্লিন সেভে
সাজুগুজু করে সে মাঞ্জা মেরে।
ইদানীং থাকে মন খুব চঞ্চল
ঘুম আসে না তার মুড়িয়ে কম্বল।

কলেজের করিডোরে করে পায়চারি
ইতিউতি খোঁজে চোখ তরুণী সুন্দরী।
ক্যাম্পাসে তার পাশে এলে কোনো রূপসী
লোলুপ দৃষ্টি তার খুবই আগ্রাসী।

কিছুদূরে দেখা হলে কাছে যেয়ে বলে হাই
নজর তার বুকে যেখানে রয়েছে ‘মাই’।
কথা শেষে চলে গেলে চোখ ফিরে চায়
নিতম্বটা দেখে নেয় এক লহমায়।

অহর্নিশ জাগে মনে একটাই প্রশ্ন
ঊর্বশী দেখলে তার কেন কাঁপে শিশ্ন?
ভাবে শোভন, একি অশোভন হলো সে!
আসলে তার, এই কদাচার বয়সের দোষে।
 

কমেন্ট বক্স