Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বলো আমি কে!

বলো আমি কে!
আমাকে দেখো। বলো আমি কে?
নীল মলাটে প্রমাণপত্র লুকিয়ে আছে।
ভালো করে দেখে নিয়ে বলো
আমি কে?
আমার গায়ের রং? চিনতে পারো?
আমার ভাষা? কান পেতে শোনো
আমি বাংলায় বলছি-
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে
লেখা ’৭১ এর ইতিহাসে
দেখো আমার পরিচয়।
আর প্রমাণ চাও? আমি দেব সব।
পথ আগলে থেকো না চুপ করে,
বলো কেন? আমার আমি নেই?
পরবাসী শব্দটা বড় বেশি
অনাহূত-বড় বেশি কাঁদায়
ভালো করে দেখো আমাকে
আমি শতভাগ এই বাংলার
ভিনদেশি নই কোনো দিন!
আমি আজও সেই কীর্তনখোলার মেয়ে!

 

কমেন্ট বক্স