Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গণমানুষের কান্না

গণমানুষের কান্না
গণমানুষের কান্না,
কখনোই বিফলে যাবে না!
গণমানুষের ভাবনা,
কেউ বোঝে, কেউ বোঝে না।
গণমানুষের যাতনা
কেউ দেখে, কেউ দেখে না!
গণমানুষের বাসনা,
একদিন হবে রচনা!
গণমানুষের শক্তি,
একদিন দেখা দেবে মুক্তি,
গণমানুষের স্বপ্ন,
কখনোই হবে না ভগ্ন!
গণমানুষ হাসবে, গণমানুষ কাঁদবে
ফুল ফুটুক, আর না-ইবা ফুটুক,
পাখি ডাকুক, আর না-ইবা ডাকুক
নদীতে চর জেগে উঠবে! নতুন প্রভাত জাগবে!
গণমানুষ কথা বলবেই বলবে।
গণমানুষের কাব্য, একদিন হবে ভবিতব্য!
 

কমেন্ট বক্স