এই ঈদে আনন্দ হাসি গান হবে
সারা পাড়া মেতে রবে মহা উৎসবে।
এই ঈদে সকলকে তাই ডেকে বলা
সাম্যের রথে হোক আমাদের চলা।
এই ঈদে কারো প্রতি নেই কারো জেদ
বড় ছোট কোনোরূপ নেই ভেদাভেদ।
একসাথে ঈদগাহে নামাজের সারি
খাবদাব যাব প্রিয় বন্ধুর বাড়ি।
এই ঈদে একে অপরের প্রিয়
ভাই ভাই মিলেমিশে পরম আত্মীয়।
ওই বাড়ি এই বাড়ি শুধু ঘুরে ঘুরে
এই ঈদে সালামিটা পাব মুঠো পুরে।
এই ঈদে মিলনের অপরূপ তিথি
কোলাকুলি গলাগলি সুর সম্প্রীতি।
সকলের মাঝে সুখ হাসি খুশি ঢেউ
এই ঈদে ক্ষিধে পেটে রইবে না কেউ।
 
                           
                           
                            
                       
     
  
 

 উৎপলকান্তি বড়ুয়া
 উৎপলকান্তি বড়ুয়া  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
