Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

স্মৃতি

স্মৃতি
স্মৃতি সততই মানুষকে টেনে রাখে পেছনে
কিছু স্মৃতিময় পথঘাট যেন নিরন্তর
বিমর্ষ বেদনায় বিরতিহীন হাতছানি দিয়ে ডাকে
অফুরন্ত কষ্টের কাছাকাছি।

লালিত স্বপ্নেরা ক্রমাগত যন্ত্রণার
স্টিম রোলার হয়ে একসময় তছনছ করে দিয়ে যায় সব
যেন এক অলৌকিক ক্ষমতায়
বৈশাখের তাণ্ডবলীলার মতো অবলীলায়।
অস্তিত্বে সে উপলব্ধি নিজের মাঝেই বাজে অনুক্ষণ।

কী করে বোঝাই বলো, যখন একেকটা প্রহর
প্রলম্বিত হয়ে একেকটা বছরের সমান হয়ে যায়!
 

কমেন্ট বক্স