Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কমিউনিটি ইফতারে সৌহার্দ্যের মেলবন্ধন

কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন
কমিউনিটি ইফতারে সৌহার্দ্যের মেলবন্ধন
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিল। গত ১৭ মার্চ সোমবার নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে মুসল্লিদের ঢল নামে অনুষ্ঠানে। 
চমৎকার ব্যবস্থাপনায় আয়োজিত কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের ইফতার পার্টির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। 
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, কুলাউড়ার প্রবীণ ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আব্দুস শুকুর, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম প্রমুখ। 

অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, রমজান সংযমের মাস। এই মাসে আমরা যে সংযমের শিক্ষা পেলাম, যে ভ্রাতৃত্বের শিক্ষা পেলাম এবং সৌহার্দ্যরে শিক্ষা পেলাম, বাকী ১১ মাস আমরা যেন সেই শিক্ষা কাজে লাগাতে পারি। আমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল থাকি। আমাদের ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করি। এই প্রবাসে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের কমিউনিটিকে শক্তিশালী করি। 
তিনি বলেন, প্রবাসে আপনারা শক্তিশালী থাকলে বাংলাদেশ শক্তিশালী থাকবে। তিনি যার যার অবস্থান থেকে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট রাজনীতিক সাইফুল ইসলাম রহিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আব্দুল জলিল, মো. আব্দুস সালাম, মো. নজরুল ইসলাম, মশাহিদ জে. রাশেদ ও মো. তজমুল আলী, সাবেক সহ-সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ফজলুর রহমান কমিউনিটি অ্যাক্টিভিস্ট রোমানা ইসলাম, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নেতা মইনুর রহমান সুয়েব, মো. ওবায়দুর রহমান কামাল, লুৎফর রহমান চৌধুরী হেলাল, চৌধুরী তানিম প্রমুখ। 
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আহমেদ আনসারী। 
উল্লেখ্য, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ আলাউদ্দিন ব্যক্তিগত কাজে বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। 
 

কমেন্ট বক্স