Thikana News
১৫ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৫ মার্চ ২০২৫

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস ছবি সংগৃহীত
আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত পঞ্চগড় জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কীভাবে, সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। এ সময় তিনি পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব।

সারজিস আলম আরও বলেন, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স