Thikana News
১৫ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার ছবি সংগৃহীত
বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সঙ্গে আগামীকাল শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করবে বিএনপি। শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স