Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ফোবানার নামে আদম ব্যবসা 

♦ ঢাকায় বিক্রি হচ্ছে ইনভাইটেশন লেটার ♦ ৪০ লাখ টাকায় ভিসার গ্যারান্টি ♦ দূতাবাসের নজরদারি 
ফোবানার নামে আদম ব্যবসা  ছবি: সংগৃহীত
প্রায় ২৫ বছর ধরে বিভক্ত ফোবানা সম্মেলন হচ্ছে উত্তর আমেরিকায়। একটি দুটি করে এখন কমপক্ষে চারটি পৃথক সম্মেলন হয় বছরের একই সময়ে। এ বছরও ব্যতিক্রম হবে না। সমাজের উঁচুস্তরের লোকজন ফোবানায় সম্পৃক্ত। বাংলাদেশি কমিউনিটিতে বড় বড় কথা বলে বেড়ালেও ফোবানার এক মঞ্চে উপস্থিত হতে পারেন না তারা। 
সবাই জানেন, নেতৃত্বের কোন্দলে ফোবানা খণ্ডবিখণ্ড। এমন কি ঘটে যে তারা ঐক্যবদ্ধ হতে পারেন না? এ নিয়ে সমাজে নানা কথা 
ভেসে বেড়ায়। কেউ বলছেন, ফোবানায় যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে ভালো লোকের সংখ্যাই বেশী। তারা প্রবাসে বাংলা সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে ফোবানা সম্মেলন করেন। মূলধারার সঙ্গে বাংলাদেশের মেলবন্ধন তৈরি করে দেন ফোবানার মাধ্যমে। কিন্তু এই ভালো লোকগুলোর মাঝে কিছু দুষ্টু লোক ঢুকে পড়েছে, যাদের উদ্দেশ্য হচ্ছে দুই হাত ভরে অর্থ কামানো। প্রতিবছর তারা সফলও হচ্ছেন, আবার পকেট ভরে অর্থ নিয়ে ঘরে ফিরছেন। এই দুষ্টু লোকগুলো ফোবানার নামে সরাসরি আদম ব্যবসা করছে। ফোবানার নামে মোটা অর্থের বিনিময়ে আমেরিকায় লোক আনছে। 
সম্প্রতি ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ফোবানা সম্মেলনের ওপর তীক্ষè নজর রাখছে। গত এক মাসে তিনটি ফোবানা সম্মেলনের আমন্ত্রণপত্রনহ প্রায় আড়াইশ আবেদন জমা পড়েছে দূতাবাসে। এমন কিছু লোককে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা বিভিন্ন সময়ে ভিসা আবেদন করে প্রত্যাখাত হয়েছেন। ফোবানার আমন্ত্রণ নিয়ে ভিসা আবেদন করায় যুক্তরাষ্ট্র দূতাবাস বিভিন্নভাবে আবেদনকারীর তথ্য যাচাই করছে। বিশেষ করে আবেদনকারীকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে তা অনুসন্ধানের চেষ্টা করছে। নিউইয়র্কেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। 
একটি অনুসন্ধান থেকে জানা গেছে, ফোবানার আমন্ত্রণ নিয়ে ভিসা আবেদনকারীদের বেশিরভাগই আমেরিকায় যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তারা কখনো সফল হয়নি। অনুসন্ধানী দলটি খোঁজ নিয়ে জানতে পারে, ঢাকায় ফোবানা সম্মেলনের আমন্ত্রণপত্র বিক্রি করা হয়েছে। এ সংক্রান্ত কিছু প্রমাণও পেয়েছে অনুসন্ধানী দলটি। 
একটি সূত্র জানায়, একটি অংশের ফোবানার একজন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে বেশ কয়েকজন লোকের সঙ্গে রীতিমত চুক্তি করেছেন ভিসা পাইয়ে দেওয়ার। ৪০ লাখ টাকায় ভিসার গ্যারান্টি দিয়েছেন ফোবানার ওই কর্মকর্তা। অগ্রিম ৫ লাখ টাকা এবং ভিসা হলে বাকী ৩৫ লাখ টাকা দিতে হবে এমন চুক্তি হয়েছে কয়েকজন মানুষের উপস্থিতিতে, যারা জিম্মাদার হিসাবেও রয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাসের নজরে এসেছে। তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিষয়টি। এ কারণে ফোবানার সব আবেদন জমা নিয়ে ফেলে নিয়ে রাখা হয়েছে। 
সূত্র জানায়, যাদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তাদের জন্য হোটেল বুকিং করে রাখা হয়েছে ভিসা অফিসারের কাছে বিশ্বাসযোগ্যতা স্থাপনের জন্য। নামী-দামী এসব হোটেলের একেকটি রুম বাবদ খরচ ভাড়া ৩ থেকে ৪শ ডলার প্রতি রাত। অথচ যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা বিখ্যাত কেউ নন। 
ঢাকার উত্তরার জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমন্ত্রণপত্রের ছবি দিয়ে জানতে চেয়েছেন‘এটি আসল কীনা? অনেকেই সেখানে কমেন্টস করেছেন। তারা পরস্পরের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। কেউ আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে লিখেছেন, এই আমন্ত্রণপত্রে আমেরিকায় যাওয়া সম্ভব কীনা, এই আমন্ত্রণপত্র জেনুইন কীনা। সেখানে আরো দেখা গেছে, ব্যক্তির নামে নামী-দামি হোটেল বুক করে রাখা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি ফোবানা সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা রাখেন কীনা তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ এর আগে যারাই ফোবানা সম্মেলনে যুক্তরাষ্ট্রে এসেছেন তাদের বেশিরভাগই কোনো না কোনোভাবে দেশটিতে থেকে গেছেন। 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে একটি ফোবানার শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঠিকানাকে জানান, তাদের ফোবানা আসল। দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন স্টেটে ফোবানা সম্মেলন করছেন। প্রতিটি সম্মেলন সফল হচ্ছে। তাদের কমিটির কেউ এমনটি করছে না। 
আরেকটি ফোবানার কর্মকর্তা জানান, নতুন প্রজন্ম যাতে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে না যায় এজন্য ফোবানা সম্মেলনের আয়োজন করা হয়। তাদের কমিটিতে এমন লোক নেই, যারা আদম ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে।  
এদিকে আগামী ২০২৫ সালের আগস্ট মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখ আটলান্টার গেস্ট সাউথ এরিনা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে যাচ্ছে ৩৯তম আটলান্টা ফোবানা। একই সময়ে অনুষ্ঠিত হবে কানাডার মন্ত্রিয়ল এবং নিউইয়র্কের বাফেলোতে আরো দুটি পৃথক ফোবানা সম্মেলন। আরেকটি সম্মেলন কোথায় হবে তা এখনো জানা যায়নি।  
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ফোবানা। কিন্তু ২০০০ সালে প্রথম ভেঙে যায় ফোবানার কমিটি। সেই থেকে পর্যায়ক্রমে ফোবানা তিন-চার ভাগে বিভক্ত। আর ঘুরেফিরে একই ব্যক্তি আসছে, অর্থাৎ নতুন মুখের আগমণ নেই ফোবানায়। 

কমেন্ট বক্স