জীবন এগিয়ে গেলে পেছনে পড়ে থাকে
মা বাবা ভাই বোন আর তাদের প্রতি
মায়া-মমতার অদৃশ্য আন্তরিক আকর্ষণ।
সময়ের পরিক্রমায় বন্ধুবান্ধব, প্রেয়সী বধূ
আর পুত্র-কন্যা...
তারপর নাতনি-পুতনি...
তারও পর গ্রাম মাটি গাছপালা নদী
খাল বিল দিগন্ত বিস্তীর্ণ মাঠ ঘাট।
ধরণির যে প্রান্তেই থাকো না কেন,
যত দূর বাতাস প্রবাহিত, অদ্ভুত পিছু ডাক উপলব্ধিতে
আসে। তা সে যে কোন গন্ধে বা সৌরভে।
ভীষণ রকম দুর্ভাগাদেরই পেছনে কিছু থাকে না।