Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পিছু ডাক

পিছু ডাক
জীবন এগিয়ে গেলে পেছনে পড়ে থাকে
মা বাবা ভাই বোন আর তাদের প্রতি
মায়া-মমতার অদৃশ্য আন্তরিক আকর্ষণ।
সময়ের পরিক্রমায় বন্ধুবান্ধব, প্রেয়সী বধূ
আর পুত্র-কন্যা...
তারপর নাতনি-পুতনি...
তারও পর গ্রাম মাটি গাছপালা নদী
খাল বিল দিগন্ত বিস্তীর্ণ মাঠ ঘাট।
ধরণির যে প্রান্তেই থাকো না কেন,
যত দূর বাতাস প্রবাহিত, অদ্ভুত পিছু ডাক উপলব্ধিতে
আসে। তা সে যে কোন গন্ধে বা সৌরভে।
ভীষণ রকম দুর্ভাগাদেরই পেছনে কিছু থাকে না।
 

কমেন্ট বক্স