Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত ছবি : সংগৃহীত
১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের আশ্বাসে তারা কর্মবিরতি স্থগিত করেন। আজ ৮ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১০টার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এই আশ্বাস দেন।

দাবি পূরণে সময় চেয়ে সায়েদুর রহমান বলেন, 'এই কাজটি শেষ করতে ২০ থেকে ২৫ কার্যদিবস লাগবে।

সব মিলিয়ে আপনাদের দাবিগুলো পূরণে আমরা ১২ সপ্তাহ সময় চেয়েছি। এখানে দুটি মন্ত্রণালয় জড়িত আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। বিষয়টি নিয়ম মেনে করতে হচ্ছে।

এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।  

চিকিৎসকদের দাবিগুলো হলো-

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. ৩ নম্বর গ্রেডে প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স