Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো : ডা. জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো : ডা. জাহিদ হোসেন সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 
স্থানীয় সময় ৩ মার্চ (সোমবার) লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

ডা. জাহিদ হোসেন বলেন, দেশ-বিদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন। লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে। 
বেগম খালেদা জিয়ার এ ব্যাক্তিগত চিকিৎসক আরও বলেন, খুব সুস্থ তিনি হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে যেকোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ্য আছেন। খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স