Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ‘ধ্বংস’ করছে : ইউক্রেনীয় রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ‘ধ্বংস’ করছে : ইউক্রেনীয় রাষ্ট্রদূত ছবি সংগৃহীত





 
যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে বিশ্বব্যবস্থা ‘ধ্বংস’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) চ্যাথাম হাউস থিংকট্যাংকের এক সম্মেলনে জালুঝনি বলেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা করছে, যা ইউক্রেন ও ইউরোপের জন্য বিপজ্জনক হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মস্কোর পরবর্তী লক্ষ্য ইউরোপ হতে পারে।

এই মন্তব্য এমন সময়ে এল, যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে ট্রাম্প প্রশাসনের ইউক্রেন নীতিতে পরিবর্তন নিয়ে জরুরি আলোচনা করছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে।

জালুঝনি বলেন, ‘শুধু রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রও এখন বিশ্বব্যবস্থা চূড়ান্তভাবে ধ্বংস করছে। হোয়াইট হাউস ক্রেমলিনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা বিশ্বব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স