কুইন্স কমিউনিটি এডুকেশন কাউন্সিলের জন্য আবেদন গ্রহণ করছে কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস। আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। রোলিং বেসিসে নিয়োগ করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে সাতটি অফিসের জন্য কমিউনিটি এডুকেশন কাউন্সিলর (সিইসি) নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া ও নিযুক্ত করার পর আবেদন বন্ধ হয়ে যাবে।
কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস সূত্রে জানানো হয়েছে, যারা এই পদে নিয়োগ পাবেন, তারা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গ্রীষ্মের সময় শেষ হওয়ার পর ২০২৩-২৪ স্কুল বছর শুরু হওয়ার সঙ্গে কুইন্স বরোর প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়রের অফিস ডেডিকেটেড, শিক্ষা-মনোভাবাপন্ন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। যারা বরোর সিইসির যেকোনো একটিতে কাজ করার জন্য নিযুক্ত হতে আগ্রহী, তারা আবেদন করতে পারবেন।
বরো প্রেসিডেন্ট রিচার্ডস বলেছেন, কোভিডের সময় শিশুদের অনেক ক্ষতি হয়েছে। সেখান থেকে উন্নতির জন্য স্টুডেন্টদের জিপ কোড বা আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে তাদের সম্ভাব্য সর্বোত্তম শিক্ষা প্রদান করে তা নিশ্চত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করা হবে। রিচার্ডস আরও বলেছেন, আমাদের স্কুল সিস্টেমের নেতারা মূল্যবান ইনপুট এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন, যা শিক্ষাগত ফলাফলের উন্নতি ঘটাবে, তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের সিইসিরা সেই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি কুইন্সের বাসিন্দাদের উৎসাহিত করছি, যারা আমাদের সন্তানদের ভবিষ্যতের শিক্ষার ওপর ইতিবাচক প্রভাব রাখতে চান। যারা আগ্রহী তারা সিইসিতে সদস্যপদে নিযুক্ত হতে আবেদন করতে পারেন।
উল্লেখ্য, কমিউনিটি এডুকেশন কাউন্সিলর (সিইসি) হলো নিউইয়র্ক সিটির স্কুল গভর্ন্যান্স কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক সিইসি তার নিজ নিজ কমিউনিটি স্কুল জেলার মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তত্ত্বাবধান করেন। কুইন্সে সাতটি কমিউনিটি স্কুল ডিস্ট্রিক্ট রয়েছে (ডিস্ট্রিক্ট ২৪ থেকে ৩০)। প্রতিটি ডিস্ট্রিক্টে ১২ সদস্যের সিইসি রয়েছেন। সিইসি শিক্ষাগত নীতিগুলোর ওপর পরামর্শ এবং মন্তব্য করার জন্য এবং নিউইয়র্ক সিটির স্কুল চ্যান্সেলর এবং শিক্ষাগত নীতির জন্য শহরব্যাপী প্যানেলকে নির্দেশনা প্রদান করে থাকেন।
বরো প্রেসিডেন্ট রিচার্ডস বরোর সাতটি সিইসির প্রতিটিতে দুজন ব্যক্তিকে নিয়োগ করে থাকেন। গত ফল সেশনে অনুষ্ঠিত নির্বাচনের সময় প্রতিটি সিইসির জন্য ১০ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছিল।
সিইসি সদস্যদের দায়িত্বের মধ্যে রয়েছে মাসিক জনসভায় যোগদান করা এবং স্কুল পরিদর্শন করা। সিইসিরাও তাদের জেলার শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করেন এবং শিক্ষার্থীদের কৃতিত্বের ওপর তাদের প্রভাব মূল্যায়ন করেন, জোনিং লাইন অনুমোদন করেন, চ্যান্সেলরকে ইনপুট প্রদান করেন এবং জেলার উদ্বেগের বিষয়ে শিক্ষাগত নীতির জন্য প্যানেলকে ইনপুট দেন। গণশুনানির পর চ্যান্সেলরের কাছে একটি পরিকল্পনা জমা দেন।
সিইসি সদস্যরা সিইসিতে বরো প্রেসিডেন্টের নিযুক্ত ব্যক্তিদের বিনা বেতনে দায়িত্ব পালন করবেন। প্রত্যেককে অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে।