Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বাংলা যার ঠিকানা

বাংলা যার ঠিকানা





 
ঠিকানা আমার শিমুল পলাশ।
যার গায়ে লেপ্টে থাকে বাংলার বাতাস।
এ মাটি আমার নয়।
এখানে দাঁড়িয়ে আমি জন্মের স্বাদ খুঁজি।
যে আকাশ আমায় চিনেচনা
সেখানে আমি পদ্য লিখতে চাই।
সুখ কিনতে গিয়ে
হারিয়েছি পথ।
আর ঘর সে তো ডেকে যায় অবিরত।
ঘরের পরে খড়ের ছোঁয়া।
আমলকী বন, একরাশ বসন্ত।
আষাঢ় মাসের টিনের চাল,
বৃষ্টির গান।
সব যা আমার আমাদের, একুশ, বিজয় দিবস, বৈশাখী মেলা, চৈতালি সন্ধ্যা।
বাগানবিলাস কিংবা হাসনাহেনা, ঘ্রাণে মাতাল প্রিয় ঝুলন্ত বারান্দা।
সব ভালো লাগা ফিরে ফিরে উঁকি দিয়ে যায়।
ঠিকানার পাতায় পাতায়।
অক্ষরবৃত্তের তালে নাচে আমার হৃদয়।
এমনি করে জড়িয়ে থাকুক,
গোলকধাঁধার পুলক দিয়ে শিহরিত হোক প্রতি বেলা।
 

কমেন্ট বক্স