Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল, সেনেটে অনুমোদন

এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল, সেনেটে অনুমোদন এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল। ছবি রয়টার্স
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নিয়োগে সায় দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। বৃহস্পতিবার সেনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশের নিয়োগ অনুমোদিত হয় বলে জানিয়েছে বিবিসি।
সেনেটের সবুজ সংকেত পাওয়ায় এফবিআই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূতকে তার পরিচালক পদে পেল।
প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন এ কেন্দ্রীয় তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করে আসছিলেন। সংস্থাটি ঢেলে সাজাতে প্রতিশ্রুতিও আছে তার। নিয়োগ নিশ্চিত হওয়ার পর ফের তিনি সংস্থাটি পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
৪৪ বছর বয়সী সাবেক এ মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার এফবিআইতে নিয়োগ অনুমোদন নিয়ে ভোটে ডেমোক্র্যাট সব সেনেটর তার বিপক্ষে অবস্থান নেন। তাদের সঙ্গে জোটেন মধ্যপন্থি দুই রিপাবলিকানও। যদিও বাকি রিপাবলিকানদের ভোটে উৎরে যান প্যাটেল।
ডেমোক্র্যাটদের আশঙ্কা, ভারতীয় বংশোদ্ভূত নতুন এই এফবিআইপ্রধান ট্রাম্পবিরোধীদের ওপর খড়্গহস্ত হতে পারেন।
প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন ‘ডিপ স্টেটের’ কঠোর সমালোচক। যদিও সেনেটের শুনানিতে তিনি বলেছেন, তার কাছে ‘ডিপ স্টেটের’ শত্রুদের কোনো তালিকা নেই।
প্যাটেল হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলিও ছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স