তোফাজ্জল হোসেন,নেত্রকোনা : ১৭ বছর পর গ্রামের বাড়িতে রোববার পা রাখবেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সাবেক এ সফল স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।
প্রিয় এ নেতা আসার অপোয় আছে তরুণ থেকে বৃদ্ধ, সময় গুনছেন কখন নিজ এলাকায় আসবেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বরণ করবেন তারা। মদন পৌরসদর প্রতিটি ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। হাট বাজার রাস্তা ঘাটে মানুষের মধ্যে উল্লাস বইছে। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত, মাঠ ঘাটে শুধু বাবর ভাইকে দেখার জন্য অপেক্ষায় আছেন। তার নির্বাচনি এলাকা ছাড়া ও ময়মনসিংহ, নেত্রকোনা রাস্তায় অসংখ্য তোরণ নির্মিত হয়েছে। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার বার জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ নেতা কারাগার থেকে বের হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ২১ ফেব্রুয়ারি দেশে ফিরেন ।
গত ৩০ জানুয়ারী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ ’ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরলেন বিএনপি এ নেতা।
আগামী ২৩ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসবেন তিনি। ২৩, ২৪ ও ২৫ ফেব্রয়ারী (মদন-মোহনগঞ্জ-খালয়িাজুরী) দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষরে সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করবেন বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার।
বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, ১৭ বছর পর তিনি গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। মদন উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এর পর তিনি নেত্রকোনায় হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা:) এর মাজার শরীফ জিয়ারত করার পর মদন উপজেলায় আসবেন। এর আগে তিনি নেত্রকোনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন।
ঠিকানা/এসআর