Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

ড. ইউনূসের আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি: দুদু

ড. ইউনূসের আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি: দুদু ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে শামসুজ্জামান দুদু ও মাহবুব কামাল
জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা, তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টিতে সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিরপেক্ষ একটি সরকারের প্রধান হয়েও কেন তিনি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন- এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে তিনি বললেন, এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে, বিপ্লব চেয়েছে, মুক্তিযুদ্ধ চেয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কেউ দল চায়নি। ড. ইউনূসের আগে এভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি। তাই বিষয়টি নিয়ে ‘বিতর্ক’ তৈরি হয়েছে, বলছেন বিএনপির এই নেতা।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন উপস্থাপিত এই টকশোতে শামসুজ্জামান দুদু ছাড়াও আলোচক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা, বিএনপির কর্মকাণ্ড, আওয়ামী লীগের পরিণতি- এমন নানা বিষয় নিয়ে কথা বলেন অতিথিরা।
শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্যোগের বিষয়টি সমর্থন করছেন না জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামালও। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় শিক্ষার্থীরা রাজনীতিতে ঢুকে পড়লে লেখাপড়ার ক্ষতি হবে। তবে লেখাপড়া শেষ করেছে এমন তরুণ ও যুবকদের উদ্যোগে দল গঠিত হতে পারে। আর সেই অধিকার সবার আছে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ, নতুন সংবিধান প্রণয়ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এসব দাবি রয়েছে। কিন্তু বিএনপি রাজি না থাকায় অন্তর্বর্তী সরকার এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। তাই বিশ্লেষকরা বলছেন, বিএনপির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে। এ বিষয়টি মানতে রাজি নন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলছেন, আগে যাই করে থাকুক, গত ১৫ বছর আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আর বিএনপির অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিবেদিত ছিল। ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে যেমন পার্থক্য দল দুটির মধ্যেও তেমন পার্থক্য রয়েছে- মনে করেন তিনি।
এদিকে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে বলপ্রয়োগ করেছে, তা নিয়ে দলটির কারো মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। এর সমালোচনা করে কলামিস্ট মাহবুব কামাল বলেন, ‘আমাদের দেশে কেউ ভুল স্বীকার করতে চায় না। এই প্রবণতা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি ও জামায়াতের মধ্যেও দেখা গেছে। অথচ ভুল স্বীকারই হচ্ছে ঐকমত্যের একমাত্র পথ।’

ঠিকানা/শই

কমেন্ট বক্স