একদিন পর আবারও সৌদি আরব, আজারবাইজানসহ নয়দেশ থেকে অন্তত ৪৭ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসন সূত্রের বরাত দিয়ে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদক পাচারের অভিযোগে নতুন করে ছয়জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি। এ ছাড়া চারজন পাকিস্তানিকে 'বিরক্তিকর' উল্লেখ করে তাদের দেশ থেকে বের করে দিয়েছে আজারবাইজান।  
অবৈধভাবে মালয়েশিয়া ও ইরাকে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে বিতাড়িত করা হয়েছে। সেইসঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও দুইজন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রাক্বালে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর বিমান থেকে ৩০ পাকিস্তানিকে নামানো হয়েছে। 
এর আগে ১৬ ফেব্রুয়ারি (রবিবার) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।
অভিবাসন সূত্রের বরাত দিয়ে গতকাল জিও নিউজ জানায়, কালোতালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়। 
এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। 
অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত।  
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। 
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। 
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
