Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

যে কারণে বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

যে কারণে বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি
যুক্তরাষ্ট্রের করদাতাদের দেয়া ডলার বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের বরাদ্দ রয়েছে।

এছাড়া ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন বা ২ কোটিরও বেশি ডলার বরাদ্দ ছিল এই বাজেট অনুযায়ী, যেটা বাতিল হয়েছে বলে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থার কনসোর্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে ৫০০ কোটির কাছাকাছি ডলার বা ৪৮৬ মিলিয়ন ডলার বাজেট স্থগিত করেছে এই সংস্থাটি।

ট্রাম্প নতুন দফায় দায়িত্ব নেয়ার পর এই ‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই- নামে উপদেষ্টা পর্ষদ গঠন করেছে যার কাজ যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে যেসব সরকারি চাকরি ও অন্যান্য খরচ হচ্ছে তার লাগাম টানা। ফেডারেল কর্মী কমানো এবং যেখানেই অর্থের অপচয় মনে হবে সেখানেই রাশ টেনে ধরবে ইলন মাস্কের এই সংস্থা। বাজেট স্থগিত হওয়ার এই ঘোষণায় লৈঙ্গিক সমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দ ৪ কোটি ডলারও বাতিল করা হয়েছে।

ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি কী?
ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি হচ্ছে- সরকারের গতানুগতিক কাঠামোর বাইরের একটি প্রতিষ্ঠান। এটি সরকারি বিভাগ নয়। কারণ সরকারের বিভাগ হতে হলে একে কংগ্রেসের আইন দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। এটি ট্রাম্পের নির্বাহী আদেশগুলির মধ্যে একটির মাধ্যমে তৈরি হয়েছিল, যেখানে প্রতিটি সরকারি সংস্থার জন্য নিবেদিত কমপক্ষে চারজন কর্মচারী সহ একটি উপদেষ্টা সংস্থা হিসাবে কাজ করে। 
এ বিষয়ে ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বাইরে থেকে পরামর্শ এবং নির্দেশনা দেবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এর লক্ষ্য, সরকারের মধ্যে ‘উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি’ নিয়ে আসা।

ঠিকানা/এসআর 

কমেন্ট বক্স