সালেহা ইসলাম
বিশ্বের মানচিত্রে
যে ছবিটি আঁকা
ইতিহাসের শ্বেত পাথরে
যে শোক গাঁথা
বাংলার অসহায় দুখী মানুষের রক্তে হৃদয়ে লেখা যে নাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
একটা ইতিহাস বলি শোনো
এক থেকে কোটি কোটি পর্যন্ত হাতের কর গুনো
আকাশ পথে উড়ে উড়ে যাও
সমস্ত পৃথিবী ঘুরে বেড়াও
তবুও আমার গল্প বলা হবে না শেষ
বঙ্গবন্ধুর বাংলাদেশ।
তিনি ছিলেন এক মহান নেতা
বঙ্গবন্ধু জাতির পিতা
জন্মেছিলেন বঙ্গজননীর স্নেহ ভরা কোলে সবুজ শ্যামলীমায়
বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গাঁয়
সেথায় আজও বনের পশু পাখিরাও কাঁদে
ভোরের আকাশ নিরবে নিভৃতে বেদনায় সুর সাধে
চারিদিকে আজ তুলছে সংগ্রামী আওয়াজ
দেখ ঐ শোনা যায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সমস্ত বাংলায়।
রক্ত স্রোতে ভাসিয়ে জীবন, তুমি ছিনিয়ে এনেছিলে মহান স্বাধীনতা
স্বাধীনতার ঐ লাল সবুজ পতাকায়
তুমি খুঁজেছিলে, শান্তির পথ মুক্তির পথ
সে জন্যেই কি দিতে হয়েছে তোমায়
৭৫-এর ১৫ ই আগস্ট পরিবারসহ খেশারত ?
হে জাতির জনক বঙ্গবন্ধু, তুমি দেশ ও মানুষের জন্য
নিজের জীবন সংসার করেছো বিপন্ন
আমরাও তোমার উদ্দেশ্যের আদর্শের সৈনিক
তুমি বেঁচে থাকা অন্ধকারের আলোর প্রদীপ
তোমার সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা
আজও রাজপথে তোমার রক্ত বাংলার মানুষের সাথে
সেই সাথে আমরাও করেছি মৃত্যুপণ
ঐ জালেম জুলুমের হাত থেকে
দেশদ্রোহী, রাজাকার, সন্ত্রাস ও জঙ্গীবাদের হাত থেকে
মুক্তি পেতে জেগে ওঠ হে দেশবাসী
গড়ো একতা, সততার শক্তি নিয়ে পথ চলো
বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলো
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।