জাহানারা ইউসুফ
সর্বজনবিদিত একটা নাম
শেখ মুজিবুর রহমান।
যার বলিষ্ঠ উদাত্ত আহ্বানে
সংঘবদ্ধ হয়ে সাড়া দিয়েছিল
জনতা-আবাল-বৃদ্ধ-বণিতা আপাময়।
যারা জীবন দিয়ে লড়ে আনে-
এক-খণ্ড স্বাধীন ভূ-খণ্ড। স্বাধীন দেশ
“বাংলাদেশ”।
যে করেছিল অঙ্গীকার সোনার দেশ গড়ার।
আজ তিনি নেই, তার কণ্ঠ স্তিমিত।
বাংলার মানুষ হয়ে পড়েছে দ্বিধাবিভক্ত, বিপন্ন।
এখন বড্ড বেশি প্রয়োজন সেই নেতার।
তাই বলতে ইচ্ছে করে “হে দেশবরেণ্য নেতা-
ফিরে এসে আবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে-
পুনরায় সংঘবদ্ধ করো জনতা আপামর।
সোনার দেশ গড়ার প্রতিশ্রুতি করো ফলপ্রসূ।
দল-মত নির্বিশেষে এক হয়ে ভালোবাস দেশ,
দেশের মানুষ, গড়ো সোনার মানুষ, সোনার দেশ
মানুষ মানুষের জন্য হও ব্যথাতুর।
বিসর্জন দাও এ-মনোভাব-
“আমার ছেলে থাক দুধেভাতে-
সুদূর বিলাসবহুল উচু প্রাসাদে।
অন্যের ছেলে কাঁদুক ক্ষুধায়, অন্ন বস্ত্রের অভাবে।”
সোনার বাংলায় কেউ যেন না থাকে দৈন্যে।
ন্যূনতম সংস্থান হয় যেন মোটা বস্ত্রের
ক্ষুধায় ডাল-ভাত জোটে সবার জন্য।
 
                           
                           
                            
                       
     
  
 


 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
