Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

জাতীয় সরকার বিএনপি মানেনি : ফরহাদ মজহার

জাতীয় সরকার বিএনপি মানেনি :  ফরহাদ মজহার ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকার পতনের পর একটি জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিল। বিএনপি সেই প্রস্তাব নাকচ করে দেয়- এমন মন্তব্য করেছেন কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে তিনি বিএনপিকে ইঙ্গিত করে আরো বলেছেন, তারা এখন শুধু নির্বাচন চাইছে। ক্ষমতায় যেতে চাইছে। তারা রাষ্ট্র গঠনের জন্য অন্য কোনো প্রস্তাবই মানছে না। তারা যেন দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাচ্ছে- এমন আশঙ্কার কথাও বললেন অগ্রগণ্য এই বুদ্ধিজীবী। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। অন্তর্র্বতী সরকারের সময় রাষ্ট্র, রাজনীতি, আইন, বিচার ও সংবিধান নিয়ে একক অতিথি ফরহাদ মজহারকে নানা প্রশ্ন করেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন।
সম্প্রতি অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে সব্যসাচী প্রকাশনীর স্টল বন্ধ করে দেওয়া হয় ‘তৌহিদি জনতার’ চাপে। এ পরিস্থিতিতে সরকারের একজন উপদেষ্টা ‘মব’ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। এই তৌহিদি জনতার পক্ষে আবার অবস্থান নিয়েছেন রাজনৈতিক চিন্তক ফরহাদ মজহার। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তসলিমা নাসরিন গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেনে। তিনি দিল্লির আগ্রাসনের পক্ষে কথা বলছেন। তাই তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ক্ষোভ জানাতে বইমেলায় গিয়েছে। এই প্রতিবাদকে ‘মব’ বলার বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে, বলছেন ফরহাদ মজহার। তবে তার ভাষ্য, ‘তসলিমার বইয়ের বিরুদ্ধে না আমি। কিন্তু যখন মব বলা হচ্ছে, সেটার প্রতিবাদ করেছি আমি।’
এদিকে অন্তর্র্বতী সরকারের সময় বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা হয়েছে। এর আবার সমালোচনা করেছেন ফরহাদ মজহার। এ বিষয়ে তিনি বলেন, ‘মাজার ভাঙা ফৌজদারি অপরাধ। যারা ভেঙেছে তাদের গ্রেপ্তার করা, আইনি ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।’
সদ্যই ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ধূলিসাৎ করে দেয়া হয় বুলডোজার অভিযানের আগাম ঘোষণা দিয়ে। সরকার ঘটনার পর নিন্দা জানিয়েছে। কিন্তু বাড়িটি রক্ষার কোনো উদ্যোগ নেয়নি। এ নিয়ে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার উসকানিমূলক ভাষণের দায় থাকলেও সরকারের উচিত ছিল বাড়িটি রক্ষা করা। কারণ এই ভাঙার ঘটনার আন্তর্জাতিক প্রচার অন্তর্র্বতী সরকারের জন্য বিপজ্জনক।
জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, এমন কেউ কেউ পরাজিত শক্তিকে নির্মূলের কথা বলছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরহাদ মজহার বলেন, ‘বিষয়টি আমি ভালো চোখে দেখি না। ধ্বংস নয়, কীভাবে সবার জানমাল রক্ষা করতে পারি, তার ওপর বিপ্লবের শক্তি নির্ভর করে।’
এদিকে ‘নাটকীয়ভাবে’ আয়নাঘর উপস্থাপন নয়, বরং যারা গুম-খুনে জড়িত, তাদের বিচার নিশ্চিতে সরকার আরো সক্রিয় হবে, এমন তাগিদ দিলেন ফরহাদ মজহার।

 

কমেন্ট বক্স