পৌষের দিনগুলো যে ধবধবে সাদা,
কোথাও পাই না খুঁজে একটুও কাদা।
কুয়াশায় পূর্ণ ছিল ভোরের আকাশ
হিমবায়ু আনমনা দখিনা বাতাস।
মনে পড়ে শৈশবেতে খালি পায়ে হাঁটা,
কুল কুড়িবার তরে পায়ে বিঁধে কাঁটা।
বাড়ি বাড়ি খড়কুটো! আগুনের তাপ,
উষ্ণতা পেতে সেথায়! কত দৌড়ঝাঁপ।
প্রত্যুষে আত্মীয় আসে রস পিঠে নিয়ে,
বাড়তি আদর হতো চিড়ামুড়ি দিয়ে।
মা-চাচির মুখে ছিল মমতার হাসি,
মিলেমিশে কাজ করে নিয়ে দাস-দাসী।
রূপশালী শস্য মাঝে স্বর্ণালি কিরণ,
কুসুম কুসুম সুখে রঙিন স্বপন।
শীতের আমেজ ঘিরে চলে যায় ক্ষণ,
পৌষালির দিন এলে জুড়ে যায় মন।
 
                           
                           
                            
                       
     
  
 


 তাহমিনা চৌধুরী
 তাহমিনা চৌধুরী  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
