Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ
বাংলা আমার বরকত সালাম বাংলা ফুলের ঘ্রাণ।
বাংলা আমার কৃষ্ণচূড়া, লালের মধ্যে লাল
বাংলা আমার হিজল তমাল নৌকায় তোলা পাল।

বাংলা আমাদের প্রথম দাবি প্রথম চিৎকার
রক্তমাখা আসাদের শার্ট শপথ অঙ্গীকার।
বাংলা আমার মুখের ভাষা সমুদ্রের গর্জন
ভাষার জন্য জীবন দিয়ে করেছি অর্জন।

আন্তর্জাতিক মাতৃভাষার পেলাম স্বীকৃতি
শোষণের বেড়াজাল থেকে পাইনি নিষ্কৃতি।
বাংলা এখন ভারতবর্ষের ধ্রুপদি ভাষা
তাই দেখে জুড়ায় পরান মনে জাগে আশা।

আফ্রিকার একটি দেশ নাম তার সিয়েরা লিওন
বাংলা লেখার ঠিকানায় ছুটছে জোরে পিয়ন।
বাংলার জন্য হয়ে হন্যে, শিলচরের মানুষ
কত প্রাণ বলিদান সরকারের নেই কোনো হুঁশ।

প্রথম নারী ভাষাশহীদ কমলা তাঁর নাম
পৃথিবীর সকল মানুষ জানায় তাঁকে প্রণাম।
যেখানেই যাও, থাকো যেকোনো ভাষার কাছে
জিহ্বায় মাতৃভাষা সর্বদা যেন নাচে।

আমার মাতৃভাষা, আমার ভালোবাসার ধন
সে ভাষাতেই সকাল-সন্ধ্যা আটকে থাকে মন ॥

 

কমেন্ট বক্স