Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

তবু বুক পেতে রাখি

তবু বুক পেতে রাখি
অতঃপর
খুব সঙ্গোপনে অথবা প্রকাশ্যে
বিকিকিনি হয় ভালোবাসা ও ঘৃণা
চুক্তিভঙ্গে দণ্ডিত হয় অসংখ্য মুখচ্ছবি।
ভালোবাসার পথে ফুলবৃষ্টির আশায় হাঁটতে থাকি
অথচ ভুলে যাই ঘন কুয়াশা ভেদ করে আসা
একটি প্রতীক্ষিত নির্মম বুলেটের কথা!
নিতান্তই জানা নেই,
দৃষ্টির আড়ালে যে অপেক্ষায় দাঁড়িয়ে আছে
তার হাতে ফুল নাকি অস্ত্র?
বিলিয়ে দেওয়ার আগেও ভুলে যাই
এ উপাখ্যান সরল সমীকরণ মানে না।
জীবন ও মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে
গৌরব অথবা উপেক্ষা যে নামকরণই হোক
তবু বুক পেতে রাখি প্রত্যাশার সূর্যোদয়ে
অন্তত বিবর্ণ রঙেরা হেসে উঠুক শিশিরের বুকে।

 

কমেন্ট বক্স