Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সুদূরিকা তুমি

সুদূরিকা তুমি
সুদূরিকা তুমি দূরে আছ দূরেই থাকো
কাছে কেন আমারে ডাকো বারেবারে?
আমি তো ভুলেই গেছে তোমার নাম
নাকে আর আসে নাকো
তোমার কুন্তলকাননের ঘ্রাণ।
কত দূরে থাকো তুমি তাও জানি না
তোমার শূন্যতায় ভরা আজ মনের আঙিনা।
নয়ন সরসি পূর্ণ আমার কানায় কানায়
দোহাই তোমার আর জল ফেলো না
আমাকে তুমি আর কাছে ডেকো না।
যে চোখের ইশারায় একদিন
আমারে তুমি কাছে নিতে ডাকি
সে চোখের কাজলে আজ
আমারে ফেলেছ ঢাকি।
তোমার চোখের সাগরে ডোবার বাসনা
আজ আর মনে জাগে না।
আমি তো ডুবেই আছি
আপন চোখের সলিল সায়রে
তবু কেন ডাকো আমারে?
যে তুমি ছিলে একদিন আমার মনের রানি
সে তুমিই আজ শুধু কবিতার বাণী।
 

কমেন্ট বক্স