তীব্র ঝাঁকুনিতে কাঁপে ভূমি, ইনসাফ রসাতলে
অস্থির তুবড়ি বাজির ডামাডোলে
টুকরো টুকরো বেদনায় কাঁদে ভক্তি উচ্ছ্বাস
অগ্নিস্ফুলিঙ্গ গ্রাস করে মিথ্যাচারের সম্প্রীতি
গোলকধাঁধায় লেখা রহস্য মজলুমের আর্তি ॥
সর্বজনস্বীকৃত জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির ক্ষণে ডুবে যাবে কি সমুদ্রতীর?
ভূ-রাজনীতির উষ্ণতায় গৃহযুদ্ধের খেলায় উদ্বাস্তু মানুষ যাযাবর
শরীর যে স্নেহ, দয়া, ভালোবাসা চায়
ক্ষুধাতুর লোভে কি লুটেরা হবে ঘরছাড়া কাঙাল?
প্রশ্ন নয় উত্তর খোঁজে হাজারও শরণার্থী ॥
চিন্তা-চেতনায় টানাপোড়েন ভক্তির ন্যায়নীতি
মানবতার পতাকায় দাঙ্গা বাধে
বিশৃঙ্খলার মাঝে বেঁচে রয় সময়ের আখ্যান
উদার গণপরিবেশনায় তুষার শুভ্র
ঐতিহ্য দর্শন আর আপন দৃষ্টিভঙ্গি ॥