প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি নথিপত্রবিহীন ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।
ইতিমধ্যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অথরিটি সাঁড়াশি অভিযান শুরু করেছে। কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য বাংলাদেশ সোসাইটি বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
যে সকল প্রবাসীর ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা আছে তারা এই ক্রান্তিলকালীন সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সোসাইটি।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বাংলাদেশ সোসাইটির এক সতর্কবার্তায় বলা হয়েছে- জরুরিভিত্তিতে আপনার অ্যাটর্নি বা লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলুন। সবসময় তাদের নাম ও ফোন নম্বর সাথে রাখুন। কাজ বা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে অযথা ঘোরাফেরা করবেন না। সব ধরনের ডমেস্টিক ভায়োলেন্সে নিজেকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকুন। সাবওয়ে, বাসসহ সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশনে সর্তকতার সাথে চলাচল করুন। আকাশ পথে চলাফেরা সম্পূর্ণরূপে পরিহার করুন। দেশি-বিদেশি কারো সাথে কোনো তর্কে জড়াবেন না, যে কোনো পরিস্থিতিতে সবসময় বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। সত্যিকারের কোনো তথ্য থাকলে তা সবার সাথে শেয়ার করুন। সকলের সাধ্যমত যারা এই পরিস্থিতিতে সমস্যায় পড়তে পারেন তাদের পাশে দাঁড়ান।
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন সহায়তা দিতে বাংলাদেশ সোসাইটি ইতিমধ্যে বিভিন্ন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে আলোচনা চালাচ্ছে। শিগগিরই তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। দেশি-বিদেশি অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিদের সমন্বয়ে ইমিগ্রেশন সেল গঠন করা হবে, যেখান থেকে এ সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে।