Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

সিটিজেন না হয়ে পরিচয় দিয়ে ধরা খেলে ডিপোর্টেশন

সিটিজেন না হয়ে পরিচয় দিয়ে ধরা খেলে ডিপোর্টেশন
সিটিজেন না হয়েও আমেরিকার সিটিজেন পরিচয় দিয়ে থাকেন কেউ কেউ। এটাকে  অনেকেই সহজ একটি বিষয় মনে করলেও আসলে সেটি তা নয়। এখানে অনেক বড় সমস্যা আছে। কেউ সিটিজেন না হয়ে যদি সিটিজেন পরিচয় দেন এবং সেটি কোথাও কাগজে-কলমে লেখা থাকে, তাহলে এটি ধরা পড়লে তিনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। এমন ধরাও পড়েছেন কয়েকজন। এর মধ্যে একাধিক ঘটনা হচ্ছে তিনি বাড়ি কিনেছেন। বাড়ি কেনার লোন নেওয়ার সময়ে তিনি সিটিজেন না হয়েও নিজেকে সিটিজেন পরিচয় দিয়েছেন। আর সিটিজেন পরিচয় দিয়ে তিনি ধরাও খেয়েছেন। এখন তার ডিপোর্টেশন অর্ডার হয়েছে। এত দিন এই অর্ডারটি তিনি এড়িয়ে গেলেও এখন তা পারছেন না। তাকে আমেরিকা ছাড়তে হবে। তিনি আমেরিকা ছাড়ার পর আর আমেরিকায় ফিরতে পারবেন না। কারণ কেউ মিথ্যা তথ্য দিয়ে যদি সিটিজেন পরিচয় দেন, তাহলে তিনি অনেক বড় অপরাধ করেছেন ও ফ্রড করেছেন। এই ফ্রড করার শাস্তি হচ্ছে ধরা পড়লে ডিপোর্টেশন। একজন অ্যাটর্নি বলেন, এখানে কেউ যদি কখনো সিটিজেন না হয়ে আমেরিকান সিটিজেন ক্লেম করেন কোনো জায়গায় লিখিতভাবে এবং তা কোথাও প্রমাণিত হয় ও ধরা পড়ে, তাহলে তিনি সিটিজেন পরিচয় দিয়ে যেসব সুবিধা নিয়েছেন, সেগুলোও ফেরত দিতেই হবে। সেই সাথে তাকে এটাও মনে রাখতে হবে, তাকে ডিপোর্টেশন হতেই হবে। তিনি যত চেষ্টাই করেন না কেন, এখানে থাকতে পারবেন না। হয়তো লুকিয়ে কোথাও না কোথাও থাকতে পারেন কিন্তু একদিন না একদিন ধরা পড়তেই হবে। তাই যদি কেউ এমনটা করে থাকেন, সাবধান। আর যারা এখানে কোনো ধরনের ইমিগ্রেশন সুবিধা নিতে চাইছেন, তাদেরকে মনে রাখতে হবে কোনো দিন নিজেকে সিটিজেন না হওয়ার আগ পর্যন্ত ভুলেও কোথাও সিটিজেন বলে দাবি করবেন না এবং কোনো সুবিধা নেবেন না।
তিনি বলেন, কেউ কোনো দিন সিটিজেন না হয়ে কোনো ধরনের ভোট দেবেন না। নিউইয়র্ক সিটিতে ভোটার রেজিস্ট্রেশন করতে নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো নথি দিতে হয় না। কেবল পরিচয় নিশ্চিত করার জন্য স্টেটের আইডির একটি কপি দিতে হয়। এটি পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বয়স ও ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। আর স্টেট আইডি দিলে এর মাধ্যমে একজন ভোটার হতে পারেন। কিন্তু কেউ যদি এমন করে ভোটার হন ও ভোট দেন, তাহলে তিনি ভীষণ বিপদে পড়বেন। কারণ কেউ যখন সিটিজেনশিপের আবেদন করবেন, সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হয় যে তিনি কখনো ভোটার হিসেবে নিজেকে দাবি করেছেন কি না, ভোট দিয়েছেন কি না। যদি কেউ এটি করে থাকেন, তাহলে সিটিজেনশিপের আবেদন করলে তার আবেদন ডিনাই হবে। তিনি সিটিজেনশিপ পাওয়ার অযোগ্য হবেন।

কমেন্ট বক্স