Thikana News
২৩ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

শোটাইম মিউজিকের  উদ্যোগে পিঠা উৎসব

শোটাইম মিউজিকের  উদ্যোগে পিঠা উৎসব
প্রতি বছরের ধারাবাহিকতায় নিউইয়র্কে অনুষ্ঠিত  হলো শো’টাইম মিউজিক-এর পিঠা উৎসব। কনকনে শীত উপেক্ষা করে বিপুল প্রবাসী বাংলাদেশি এ উৎসবে অংশ নেন। অনুষ্ঠানের মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা এক আবহ। দারুণ উপভোগ্য হয়ে ওঠে অনুষ্ঠানটি। গত ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, মাংস পিঠা, নকশা, পাকন, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর, সন্দেশ প্রভৃতি নামে অর্ধশতাধিক পিঠার সমারোহ। কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ফোকসঙ্গীত শিল্পী লায়লা, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা, আফতাব জরিন, আরিফ, মধু রায় প্রমুখ। তাদের গানে মুগ্ধ হয়ে ওঠেন অনুষ্ঠানের অতিথিরা। পিঠা উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইনভেস্টমেন্টর কর্ণধার নূরুল আজিম, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, রেদওয়ান হক প্রমুখ। পিঠা উৎসবের টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এজ হোমকেয়ার। গ্র্যান্ড স্পন্সর ছিলেন নুরুল আমিন বাবু। 

কমেন্ট বক্স