মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর, বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) তার ফাউন্ডেশনের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থায় তহবিল সরবরাহে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন থেকে সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।
জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও সমাধানবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী ও জনহিতকর সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা ব্লুমবার্গের এ হস্তক্ষেপের লক্ষ্য হল, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবদান বন্ধ করে দেওয়ার ঘোষণা সত্ত্বেও ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএসিসিসি) তহবিলে সম্পূর্ণরূপে যুক্ত থাকা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্র সাধারণত ইউএনএসিসিসি সেক্রেটারিয়েটস বাজেটের ২২ শতাংশ প্রদান করে। ২০২৪-২৫ সালের জন্য সংস্থার পরিচালন ব্যয় ৯৬ দশমিক পাঁচ মিলিয়ন ডলার অনুমান করা হয়েছে।
২০১৭ সালে, ট্রাম্প প্রশাসনের প্যারিস চুক্তি থেকে প্রথম প্রত্যাহারের পর, ইউএনএসিসিসির সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্লুমবার্গ।
বর্তমানে দ্বিতীয়বারের মতো মার্কিন ফেডারেল বিচ্ছিন্নতার ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন ব্লুমবার্গ। তিনি এক বিবৃতিতে বলেন, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত, ফেডারেল নিষ্ক্রিয়তার সময়ে, নগরী, রাজ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণ আমাদের জাতির প্রতিশ্রুতি রক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, এখন, আমরা আবারও সেরকম অবস্থায় প্রতিশ্রুতি রক্ষায় প্রস্তুত।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
