কালের সাথে বদলে গেছে
বিদ্যা শেখার পাঠও
নদীর ওপর কালভার্ট-পুল
বদল খেলার মাঠও।
স্লেট-পেনসিলে লেখালেখিরÑ
বাঁশের কলম হাওয়া
কয়লার কালি মিউজিয়ামে
কোথাও যায় না পাওয়া।
কলির যুগের শিক্ষার্থী সব
টাইপিং করে লেখা
গুগল সার্চের সুযোগ নিয়ে
পাঠ্যক্রম হয় শেখা।
ওস্তাদ-প্রীতি কই হারাল
মান্যতা নেই কারও
খেল-তামাশা বিদ্বেষ পোষা
অলীক চড়ে ঘাড়ও।
ইস্কুল কলেজ বিদ্যালয়ের
শিক্ষার করুণ হালও
ছাত্র-শিক্ষক সম্পর্ক আজ
হারিয়েছে তালও।
একাল সেকাল যুগ বদলে
মন বুঝি না কারও
বাঁশের চেয়ে কঞ্চি মোটার
কারণ বলতে পারো?
                           
                           
                            
                       
     
  
 

 নজরুল ইসলাম আসলমী
 নজরুল ইসলাম আসলমী   
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
