Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অ্যারিজোনায় কফিতে বিষ দিয়ে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী আটক

অ্যারিজোনায় কফিতে বিষ দিয়ে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী আটক ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক মাস ধরে স্বামীর কফিতে ধীর ক্রিয়ার বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। অঙ্গরাজ্যের টাকসন এলাকার মেলোডি ফেলিকানো জনসন নামের ওই নারীর বিরুদ্ধে প্রথম শ্রেণির হত্যাচেষ্টায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আদালতের নথি অনুসারে, ওই নারীর স্বামী রবি জনসন জার্মানিতে থাকার সময় গত মার্চে প্রথম কফিতে কটু স্বাদ লক্ষ করেন।

পুলিশ জানায়, জনসন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত। বিবাহবিচ্ছেদের সময় এই দম্পতির মধ্যে নিজেদের একমাত্র সন্তানের মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তখন আদালত শিশুকে দুজনের কাছেই থাকার সময় বেঁধে দেন।

আদালতের নথিতে বলা হয়েছে, জনসন পুল টেস্টিং স্ট্রিপের মাধ্যমে কফিতে উচ্চমাত্রার ক্লোরিন আবিষ্কার করেছিলেন। এরপর জনসন কফিপানের ভান করে গেছেন। তিনি ডেভিস মন্থান এয়ার ফোর্স বেসে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন পুলিশ রিপোর্ট করার জন্য।

জনসন পুলিশের তদন্ত কর্মকর্তাদের বলেছিলেন, তিনি এই কাজটি ধরার জন্য আবার একাধিক গোপন ক্যামেরা সেট করেছিলেন। ফুটেজে দেখা গেছে, তার স্ত্রী কফিতে বিষ ঢেলে দিচ্ছেন। জনসন ফুটেজটি পুলিশের কাছে হস্তান্তরের পরে তদন্ত শুরু হয়।

জনসন পুলিশকে আরও বলেন, কিছু সুবিধা আদায় করতে স্ত্রী তাকে হত্যা করতে চেয়েছিলেন।

এদিকে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অভিযুক্ত ওই নারীকে পিমা কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। প্রসিকিউটররা বিচারককে জানান, ফেলিকানোর পরিবার ফিলিপাইনে একটি বাড়ি কিনেছে। তিনি সেখানে পালিয়ে চলে যেতে পারেন। এরপর বিচারক তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মেলোডি জনসন শুক্রবার নিজেকে নির্দোষ দাবি করে আদালতে একটি আবেদন করেছেন। আদালতে পরবর্তী হাজিরা ৬ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স