যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগুন নেভানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রিভারসাইড কাউন্টির কাবাজোনের কাছে অগ্নিনির্বাপক কর্মীদের ডেকে নেওয়ার পর এ ঘটনা ঘটে। ইতিমধ্যে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
বিবিসি জানিয়েছে, নিহতদের একজন ফায়ার ক্যাপ্টেন এবং রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের বিভাগীয় প্রধান। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
ক্যাল ফায়ারের দক্ষিণাঞ্চলীয় প্রধান ডেভিড ফুলচার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা তিনজন মহান ব্যক্তিকে হারিয়েছি। তারা ছিলেন বাবা, স্বামী, বন্ধু ও ছেলে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে আশপাশের গাছপালায় ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা হয়। যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল বলে উল্লেখ করেন তিনি।
ঠিকানা/এনআই