Thikana News
১০ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রোজা চেয়েছিলেন মডেল ও অভিনেত্রী হতে

রোজা চেয়েছিলেন মডেল ও অভিনেত্রী হতে রোজা আহমেদ ও তাহসান খান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে সদ্য বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তাদের বিয়ের খবরে বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
 
এদিকে তাহসানের সঙ্গে বিয়ের পর রোজাকে নিয়ে আগ্রহটা একটু বেশিই দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। আথচ এর আগে থেকেই স্যোশাল মিডিয়ায় রোজা জায়গা করে নিয়েছেন মেকআপ ইনফ্লুয়েন্সার হিসেবে। তবে তাহসানের এ নববধূর নাকি একসময় ইচ্ছা ছিল বিনোদন জগতে কাজ করার। তার পুরানো একটি সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল।

সম্প্রতি রোজা আহমেদের একটি পুরানো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। সেখানে রোজা তার ক্যারিয়ার, পেশা নিয়ে বিস্তর আলাপ করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানা অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়।
 
সে প্রসঙ্গেই আলোচনা করেন রোজা। একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল রোজার। শুধু তা-ই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার। সাক্ষাৎকারে রোজা বলেন, ‘একসময় ইচ্ছা ছিল মডেল হবো, অভিনেত্রী হবো।’
 
বরিশালের মেয়ে রোজাকে বিয়ে করেছেন তাহসান। এর আগে রোজা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার‘। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স