নববর্ষ করছ বরণ
নতুন জামা গায়ে,
টোকাই সোনা কাগজ কুড়োয়
খালি দুটো পায়ে।
নববর্ষের খুশে তোমরা
কোরমা-পোলাও খাচ্ছ,
ডাস্টবিনে সে খুঁজছে খাবার
কেউ কি খবর রাখছ?
নববর্ষ তোমার মনে
নতুন স্বপ্ন উঁকি,
টোকাই সোনার খেরো খাতায়
দুঃখের আঁকিবুঁকি।
নববর্ষে তোমরা বেড়াও
নাগরদোলায় চড়ে,
টোকাই সোনার ঘুম আসে না
ফুটো চালের ঘরে।