Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ ছবি: সংগৃহীত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রধান প্রকৌশলী তাকে শোকজ করেছেন। প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ১৩৮০১ নং স্মারকে গত ২৪ ডিসেম্বর প্রেরিত নোটিস সূত্রে জানা যায়, সরকারি অর্থ আত্মসাৎ, উন্নয়ন কাজে অনিয়ম কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদারচণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী আয়েশা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান কর হয়। 
উপজেলা প্রকৌশলী আয়েশা খাতুন যোগদানের পর থেকেই বিভিন্ন ভাবে অনিয়মন ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণভাতা না দিয়ে বিধি বর্হিভূতভাবে নিজে উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, মেরামত, সংরক্ষণ এবং পরিচালন বাজেটের আওতায় ইন্টারনেট, পেট্রোল ও লুব্রিকেট, কম্পিউটার সামগ্রীসহ অফিস স্টেশনারী মালামাল, মোটরযান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শীতকালীন পোশাক ভাতার বিলও উত্তোলন করেন বলে অভিযোগ আছে।

এ ব্যাপারে প্রকৌশলী আয়েশা খাতুনের সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন দাবি করে বলেন, এলজিইডির সমস্ত কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্নসহ সকল বিল-ভাতা নিজ নিজ অ্যাকাউন্টে পে হয়। তাই অর্থ আত্মসাতের কোন প্রশ্নই আসে না। শোকজের প্রেক্ষিতে আনিত অভিযোগের সকল তথ্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স