টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।
নিহতদের স্বজনেরা জানান, শুক্রবার রাতে তারা দুজন কালিহাতীর রৌহা গ্রামে কীর্তনে গিয়েছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেন। ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, রেললাইনের পাশে দুটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। শনিবার দুপুরে স্থানীয় শশ্মানঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
ঠিকানা/এনআই