Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি নাসীরুদ্দীন পাটওয়ারী

‘বিগত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ, আমরা বললেও বিএনপি মানছে না’

‘বিগত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ, আমরা বললেও বিএনপি মানছে না’ ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি নাসীরুদ্দীন পাটওয়ারী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিগত তিনটি জাতীয় নির্বাচনই ‘অবৈধ’, এমন কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। কিন্তু বিএনপি এর বিরোধিতা করেছে। একইভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ, নতুন সংবিধান রচনা- এসব প্রস্তাবেরও বিরোধিতা করেছে দলটি। নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপির এমন অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরো যোগ করেন, বর্তমান রাষ্ট্রপতিকে টিকিয়ে রেখে, সংবিধান পরিবর্তনে রাজি না হয়ে বড় দলগুলো জনগণের চাওয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে বিএনপির সাম্প্রতিক কিছু ভূমিকার সমালোচনা করেছেন এভাবেই।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন বিএনপি নেতা ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস‍্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই আলোচনা সরাসরি দেখা গেছে ২৪ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)।
বিএনপির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের যে অভিযোগ, অনুষ্ঠানে তার জবাব দেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সরাসরি আওয়ামী লীগ করেনি, কিন্তু সেই আমলে সুবিধাভোগ করা কাউকে যদি সমন্বয়করা নিজেদের দিকে টানতে চান, সেটা এক ধরনের ‘দ্বিচারিতা’। নতুন প্রজন্মের রাজনীতিবিদরা এ থেকে দূরে থাকবেন, আশা করছেন এই বিএনপি নেতা। কিন্তু বিএনপি কেন একতরফা নির্বাচনের পরও সংসদে যোগ দিয়েছিল- এমন প্রশ্নে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তবর্তীকালীন সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজনৈতিক দল কৌশলের অংশ হিসেবে অনেক কিছু করে থাকে। তখনকার আওয়ামী লীগ সরকারের যে জনপ্রিয়তা ছিল না, সেটা প্রমাণ করতে সংসদে যাওয়াটা যৌক্তিক মনে করেছে। যখন মনে হয়েছে, হাসিনা সরকারের প্রতি বিন্দুমাত্র আস্থা রাখা যায় না তখন বিএনপি সংসদ ও নির্বাচন থেকে সরে এসেছে, দাবি করেন তিনি।
এদিকে ২০২৪ সালের নতুন রাজনৈতিক বাস্তবতার দিকটি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চব্বিশে এসে তরুণদের যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, বাংলাদেশ নতুন করে সাজানোর সেটা- পুরাতন পদ্ধতি বা ফ্যাসিবাদি পদ্ধতি যারা চালাতে চায়, আমরা তাদের বিরোধিতা করি।’
তবে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগের সমালোচনা করে অনেক বিএনপি নেতাই সতর্ক করছেন, তারা যাতে ‘কিংস পার্টি’ গঠন না করে। বিপরীতে বিএনপির প্রতিষ্ঠাই কিংস পার্টি হিসেবে বলছেন কোনো কোনো বৈষম্যবিরোধী ছাত্রনেতা। এর জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। এছাড়া বিএনপি একমাত্র কিংস পার্টি না। এমন অনেক দলের পরিসর বড় নয়। কিন্তু এখন যেহেতু প্রধান ক্ষমতাপ্রত্যাশী দল এখন বিএনপি, সেজন্য তাদের নিয়ে আলোচনা বেশি হয়।
 

কমেন্ট বক্স