Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

বাণিজ্য শুল্ক এড়াতে ইইউকে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কিনতে হবে : ট্রাম্প

বাণিজ্য শুল্ক এড়াতে ইইউকে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কিনতে হবে : ট্রাম্প ছবি: সংগৃহীত
বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০ ডিসেম্বর (শুক্রবার) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, বড় আকারে আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল (বাণিজ্য) ঘাটতি পূরণ করতে হবে। অন্যথায় সবকিছুতে শুল্ক দিতে হবে।’

দ্বিতীয় মেয়াদে জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার আগেই ইইউসহ যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আরও এলএনজি কেনার প্রস্তাব দেওয়ার পরও ইইউকে হুমকি দিলেন তিনি।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৫০২ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে ইইউ।

প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ইইউ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে। সে সময় বাণিজ্য শুল্ক, ন্যাটো তহবিল ও প্যারিস জলবায়ু চুক্তির মতো যুগান্তকারী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে তিনি বিরোধ সৃষ্টি করেছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স