Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কোয়েলের কোলে দ্বিতীয় সন্তান, মেয়ে হলো না ছেলে?

কোয়েলের কোলে দ্বিতীয় সন্তান, মেয়ে হলো না ছেলে? ছবি : সংগৃহীত
দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের মা হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সে খবর জানালেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ১৪ ডিসেম্বর (শনিবার) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। নতুন অতিথি আগমনে খুশি নিশপাল সিং ও মল্লিক পরিবারের সদস্যরা। 

একটি কার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাকে। 

কোভিডের সময় জন্ম হয় অভিনেত্রীর প্রথম সন্তান কবীর। তাই পুত্রসন্তান জন্মের আগে নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন তারা।

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের জিৎ, ঋতুপর্ণা, শুভশ্রী, মিমি, ঐন্দ্রিলাসহ একঝাঁক তারকা। কোয়েলের অনেক ভক্ত কন্যা সন্তানের মুখ দেখতে ছেয়েছেন কেউবা নাম জানতে চেয়েছেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স