স্পটিফাই, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল, পুরে বিশ্বজুড়ে শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা ও ঢাকার গায়িকা জেফার রহমানের গান ‘ঝুমকা’। আলোচিত এই গানটিই এবার বিপিএল মিউজিক ফেস্টে গাইলেন এই দুই তারকা।
এবার বিপিএল মিউজিক ফেস্টের শুরুটা ছিল এক কথায় দুর্দান্ত। রাফার ঘণ্টাব্যাপী পারফরম্যান্স। যার শেষটা হয় আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে...গান দিয়ে। কিছুক্ষণ বিরতির পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মঞ্চে ওঠেন। যার ফলশ্রুতিতে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা।
এরপরই মঞ্চে ওঠেন জেফার, সঞ্জয় ও মুজা। এই তিনজন মিলে একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। যে তালিকায় আছেন নয়া দামান, ঝুমকা, আসি বলে আসে বন্ধুর মতো জনপ্রিয় সব গান। ঠিক রাত ৭টায় মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ডদল মাইল। আর রাতে সাড়ে ৮টায় মঞ্চে ওঠার কথা রাহাত ফতেহ আলী খানের। প্রায় ১৮০ মিনিট পারফর্ম করবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।
আজ কনসার্ট অনুষ্ঠিত হলেও মাঠের লড়াই শুরু হবে ৩০ ডিসেম্বর। এরপর ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্বে মোট ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। সিলেটে ছয় দিনে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি হবে শেষ ম্যাচ। এরপর বিপিএলের গন্তব্য চট্টগ্রাম।
চট্টগ্রামেও ছয় দিনে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ঢাকায় হবে বিপিএলের শিরোপা নির্ধারণী পর্ব। গ্রুপ পর্বের পাঁচদিনে আরও ১০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এলিমিনেটর, দুটি কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।
ঠিকানা/এসআর