হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা বেন অ্যাফ্লেক ও সংগীত তারকা জেনিফার লোপেজ। হঠাৎ করেই বছরের শেষ দিকে এসে চমক দেখালেন তাদের ভক্তদের। এবার নাটকের গল্পের মতো ঘটালেন এক ঘটনা। চলতি বছরের শুরুর দিকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়া এই দম্পতি বছরের শেষে এসে আবারও মিললেন আত্মার বাঁধনে। এমনকি কাটাচ্ছেন নিজেদের মতো সময়। এমনটাই জানিয়েছেন বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সম্প্রতি এই তারকাদ্বয়কে দেখা গেছে ওয়েস্ট হলিউডের সোহো হাউজে। যেখানে তারা একে অপরের সঙ্গে ক্রিসমাসের উপহার বিনিময় করেন। এসময় তাদের ৩০ মিনিটরে মতো দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়। সেই মুহূর্তের বেশকিছু ছবি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে।
দুজনের এমন ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তবে আবারও কি এক হচ্ছেন জনপ্রিয় এই জুটি! বস্তুত ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন। সেখানে দেখা যায়, লোপেজ এবং বেন তাদের পরিবারের সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলসে ছুটির দিনগুলো উপভোগ করছেন।
উল্লেখ্য, জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। এমনকি তাদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া রয়েছে চলমান।
প্রসঙ্গত, ২০২২ সালে জর্জিয়াতে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন। তবে তারা এখনো নিজেদের বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছেন।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
