মায়ের খোকা দেশ প্রহরী
      বাবা ছিল চাষি,
   বুকে ঠাসা স্বপ্ন তাদের
       মুখে ছিল হাসি।
রাতের আলোয় খোকার সাথে
     ঘুমিয়ে ছিল মা যে,
ভোরের আলো উঠলে পড়ে
    খোকা যাবে কাজে।
 হঠাৎ করে দূর থেকে না
     শব্দ এল ভেসে,
খবর এল রাতের আলোয়
    বর্গি এল দেশে।
যে যার কাজে মগ্ন সবাই
    বলল তারা চলো,
ঘুমিয়ে এখন লাভ কী বলো
    আগুন হয়ে জ্বলো।
  সেই যে খোকা বেরিয়ে গেল
     প্রিয় মাকে ফেলে,
   ভয়ভীতিকে তুচ্ছ করে
      রাতের আলো ঠেলে।
ফিরল না তো সোনার খোকা
    প্রিয় মায়ের কাছে,
লাল-সবুজের সেই পতাকায়
  খোকার ছবি আছে।
 
                           
                           
                            
                       
     
  
 


 রনক আহমদ চৌধুরী
 রনক আহমদ চৌধুরী  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
