Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


চোরাকাঁটা অনুভূতি

চোরাকাঁটা অনুভূতি



 
কবিতার দরজা থেকে বারবার ফিরে আসছি
না কোনো শব্দই গোছানো হচ্ছে না
কেমন যেন তোমাতে বিলীন হয়ে গেছে সমস্ত সত্ত্বা।
যতবার গড়তে চাইছি শব্দের সংসার ততবারই তুমি সামনে এসে দাঁড়াচ্ছ,
শব্দরা যাচ্ছে পালিয়ে,
এ কেমন লুকোচুরি?
ভালো লাগা ভীষণ রকম স্থির করে দিয়েছে,
উড়নচণ্ডী এসে ভর করেছে শূন্যতার ভাঁজে আর
চোরাকাঁটা অনুভূতিগুলো শব্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের বিরতিতে।
 

কমেন্ট বক্স