Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চিত্ত

চিত্ত
পুরোনো কোনো চির অজানা অতিথিরে,
ভালোবেসে হৃদে, স্পন্দনে শরীরে গন্ধে,
গোবরে পোকার মতো, খুরে খুরে, খায় হৃদয়,
অসহায় ব্যাকুল, ব্যথায় আর্তনাদ বিভীষণ,
সেকি অবলা মানব চিত্ত?

ব্যস্ত সবাই ভালোবাসার কীর্ত্তনে নগ্নতায়,
বড় কষ্টের ভালোবাসা একগলা আশা,
নীল আকাশের গায়, বোনে স্বপন জাল,
বাঁধে ডুরি আশ্বিনের মেঘের কোনায় কোনায়,
সদা হাসি, সবি যপে সিদ্ধিতে স্বার্থ।

তবুও ভালোবাসে গণিতে নৈঋত অগ্নিতে,
শালিকের ডোল, পলাশের দোল বসন্তে,
ভাসে দোলনায়, শূন্যঘেরা বন্দী অসহায়,
কঠিন কিছু লাগে না ভালো মনে, ভুতুড়ে জীবন,
যত চাওয়া, যত আশা, সাময়িক মোহে।

দুর্বল ফাঁসে সরল বিশ্বাসের ছলনায়, নির্বোধে,
করিতে মধুর ভালোবাসারে জয়, আশাহীনে,
বিরহব্যথা, আতঙ্ক দাহ দেহে।
নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া দায়, এ ধরায়,
চিত্ত চরিতার্থ, ব্যর্থ হৃদয়ে মহাপ্রলয়,
স্বার্থ বিলাসে চিত্ত বাসনা, ধুঁকে ধুঁকে খায়।

সদা চিত্ত, বলে সত্য, করে যুদ্ধ।
ভালো-মন্দ, করে দ্বন্দ্ব, ঘুমন্ত উপায়।
জীবনের তাগিদে, জীবন ছুটে ধায়,
আহা চিত্ত করুণ, বড় অসহায়।

কমেন্ট বক্স