Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


প্রণয়

প্রণয়



 
হঠাৎ যখন আর হবে না দেখা
চক্ষু জলে করব আমি স্নান,
শিউলিতলে শয়ন পাতি মেলে
পূজার ছলে করব তোমার ধ্যান।

গাছের শাখে ডাকবে যখন পাখি
বিভাবসু নামবে অস্তাচল,
থমথমে ওই রাতটা গভীর হলে
নিশীত জেগে ফেলব আঁখিজল।

বসন্তের ওই কোকিল-ডাকা সুরে
লিলুয়া বাতাস ওড়াই যদি মন,
লোকচক্ষুর অন্তরালে এসে
করব তোমায় বক্ষে আলিঙ্গন।

আকাশটাকে ঢাকলে বিষাদ মেঘে
ঝিনুক যেমন মুক্তা লুকায় রাখে,
তেমন করে রাখব গভীর বুকে
পুড়ব না আর চোরাবালির দুখে।

ফুল পাখিরা করবে আনাগোনা
নতুন করে বাঁধব মনের ঘর,
শায়ক ছুড়ে যতই বুকে বাঁধুক
করব না তো আর কখনো পর।

হঠাৎ যদি হারিয়ে আমি যাই
খুঁজবে আমায় মেঘের এলোকেশে,
জ্যোৎস্না জ্যোতি ছড়িয়ে চারিদিকে
থাকব আমি চাঁদের হাসি হেসে।
 

কমেন্ট বক্স