রূপ ছড়িয়ে সোনাঝরা দুলছে মাঠে ধান,
কৃষক বধূর স্বপ্ন চোখে বইছে খুশির বান!
ঝলমলানো রোদের আদর,
নেয় উড়িয়ে হিমের চাদর!
কাস্তে হাতে মাঠে কৃষক গাইবে সুখে গান।
দেখলে চেয়ে মন ভরে যায় ফসলভরা মাঠ,
সোনার ধানে ভরবে গোলা বসবে চাঁদের হাট!
পিঠেপুলির জমবে আসর,
রচবে মনে স্বপ্ন বাসর!
দূর আগামীর ভাসবে ছবি ঢাকবে আশার মাঠ।
ঘরে ঘরে নবান্নতে বাজবে প্রাণে সুর,
মন মাতাবে মুড়ি মোয়া সঙ্গে নলেন গুড়!
ক্ষীর পাকাবে খেজুর রসে,
গন্ধতে মন আনবে বশে!
থাকবে সাথে ভাপা চিতই স্বাদে যে ভরপুর।
ধান কাটার এই মৌসুম শেষে পাবে মেলার ঘ্রাণ
আসবে ঘরে অতিথি সব উঠবে ভরে প্রাণ!
ভোরের শিশির জমবে ঘাসে,
দেখবে গাঁদা হলুদ হাসে!
গাছে গাছে গাইবে পাখি মিষ্টি মধুর গান।


সুজন দাশ


